Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা সরকারি গণগ্রন্থাগার, পিরোজপুর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। জ্ঞানমনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে পিরোজপুর জেলার জনগোষ্ঠীর নিবিড় প্রত্যাশাপূরণ তথা আলোকবর্তিকাবাহী বইপাঠে সর্বসাধারণকে উৎসাহিত এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক তথ্য-প্রযুক্তি সম্বলিত সুবিধাদির দ্বারা সময়-সাশ্রয়ী কার্যকর তথ্যসেবা প্রদান করা জেলা সরকারি গণগ্রন্থাগার, পিরোজপুর কার্যালয়ের প্রধান উদ্দেশ্য।  গ্রন্থাগারের সময়সূচিঃ প্রতি শনিবার থেকে বুধবার সকাল ০৯.০০ টা থেকে বিকাল ০৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক ছুটি: বৃহস্পতি ও শুক্রবার। তাছাড়াও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহ গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ থাকে।   


ছবি
শিরোনাম
বলেশ্বর নদী
বিস্তারিত

বলেশ্বর নদী

বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং পিরোজপুর একসময় অসংখ্য নদী বাহিত  জনপদের অংশ ছিল । পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এ সমস্ত নদীর পানির উৎস হয় পদ্মা না হয় মেঘনা । এই নদীটি পিরোজপুরের অন্যতম প্রধান নদী । এই নদী পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা থেকে শুরু হয়েছে । নদীটি তুষখালীর কাছে কচানদীর সংগে মিলিত হয়ে মঠবাড়িয়া উপজেলার খেতাচিড়াকে পূর্বে রেখে বঙ্গোপসাগরে পড়েছে । বলেশ্বর নদী তীরবর্তী উল্লেখযোগ্য শহর জনপদ হচ্ছে পিরোজপুর, মাটিভাংগা , জিয়ানগর (ইন্দুরকানি )  মটবাড়িয়ার বড়মাছুয়া রকেট স্টিমার স্টেশন এবং বাগেরহাট জেলার কচুযা ও শরণখোলা । বলেশ্বরে একসময স্টিমার চলাচল করতো । এখনও এ নদী অন্যতম নৌপথ হিসেবে ব্যবহ্রত হচ্ছে।