পিরোজপুরের মাল্টা, ভরিয়ে দেয় মনটা
মাল্টা মূলত বিদেশী ফল, আমাদের দেশীয় ফল নয়। চীনের দক্ষিণাঞ্চল মাল্টার আদি নিবাস। বিদেশ থেকে বিশেষ করে ভিয়েতনাম ও ইউরোপ থেকে আমদানী করা এ ফলটি আমাদের দেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠে। ফলে চাহিদার চাপে আমাদের দেশে গত এক দশক যাবৎ মাল্টা চাষ শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ২০০৩ সালে ‘বারিমাল্টা-১’’ নামে মাল্টার একটি বিশেষ জাত উদ্ভাবন করে। এ জাতের মাল্টার বিশেষ গুণও রয়েছে। তাই ‘বারিমাল্টা-১’’ মাল্টা চাষে আগ্রহ বেশি দেখা যায়। ২০০৮ সাল থেকে পিরোজপুর জেলার সদর উপজেলায় মাল্টার চাষাবাদ শুরু হয় এবং তা ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। গুণে মানে পিরোজপুরের মাল্টা উন্নত বলে সর্বস্তরে প্রশংসিত হয়ে আসছে। যা ইতোমধ্যে বিভিন্ন জাতীয় পত্রিকাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS